writerfair

জীবন যুদ্ধ

Life is a battle

Abul Hossain Azad

ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে!
কেউ গান গাওয়া ছেড়ে দিয়েছে, তো কেউ কবিতা লেখা। কেউ আবার ছবি তোলা ছেড়ে দিয়েছে, 
কেউ কেউ সুন্দর জামা পড়া ছেড়ে দিয়েছে। 
কেউ প্রেম করতে ভয় করে, কেউ আবার একাকীত্ব পছন্দ করে। কেউ আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে না। 
কেউ "ভালো আছি" এরকম প্রতিদিন নাটক করে থাকে।

কাল সব ভালো হবে ‘স্বপ্নরা’ কপালেই চুমু খাবে এইটুকু আশাতেই বেঁচে থাকা রোজ। 

Page No 1