writerfair

শহুরে বিকেল

Urban Afternoon

Abul Hossain Azad

শহুরে বিকেল, ক্লান্তি ভরা বুকে,
দেয়াল ঘেরা স্বপ্ন, ধোঁয়াটে মুখে।
রাস্তার ধারে আলো-আঁধার খেলা,
জীবন যেন এক টুকরো মায়ার মেলা।

হলুদ রঙের রিকশার চাকায়,
ঘুরে বেড়ায় গল্প অগণিত আকায়।
ক্লান্ত পা'য়ে পথিকের হাঁটা,
স্বপ্নের শহরেও কোথাও ঠাঁই কোথা?

ফুটপাত জুড়ে চায়ের কাপে ভিড়,
কথার স্রোতে ভেসে যায় ক্ষণিকের তীর।
পাশে ট্রাফিকের তীক্ষ্ণ হুইসেলের শব্দ,
নিরিবিলি খুঁজে মনের গভীর রংত।

শহুরে বিকেল, একলা দাঁড়িয়ে,
আকাশের নীলে মেঘেরা গা ছড়িয়ে।
কোথাও দূরে সূর্যের আলো ম্রিয়মাণ,
তবুও থেমে নেই জীবনের গান।

ধুলো-মাখা হাওয়ায় গন্ধ মাটির,
এ শহর বড়ো ব্যস্ত, বড়ো নির্মম কাঠির।
তবুও তার বুকে লুকানো স্নেহ,
শহুরে বিকেল, তুমি যে কাব্যের গেহ।

Page No 1