আমি স্বাধীন, আমার আছে সার্বভৌমত্ব
আমার আছে লাল সবুজের পাতাকা
সবুজের বুকে রক্তিম ভালোবাসা।
এযেন ভালো বাসার আবির
তবু কেন সবুজের বুকে রক্তের স্রোত,
খুন ধর্ষন যেন প্রতিদিনে খবর।
এজন্যেই কি যুদ্ধ করেছিল, মুক্তিযোদ্ধারা?
ক্ষুধার্ত শিশু ধর্ষিত বোনের আর্তনাদ
বাতাসে মিশতে দেইনি,
এদেশের গর্বিত সন্তানরা।
তারা বুকের রক্ত ঢেলে দেয়,
এ দেশ, এ মাটি, আগামী প্রজন্মের জন্য
শান্তির বাসস্থল করতে।
তুমি আজ ধর্ষক,
তুমি আজ শিশু পাচারকারী,
তুমি আজ নেশাগ্রন্থ,
তুমি বোমাবাজ।
এ জন্যেই কি শহীদেরা জীবন বাজি রেখেছিল?
সে যে তার অনাগত প্রজন্মের জন্য
সুন্দর এক পৃথিবী চেয়েছিল।
চেয়েছিল স্বাধীন এক ভূ-খন্ড,
চেয়েছিল সার্বভৌমত্ব।
তুমি পথভ্রষ্ট হইও না ফিরে এসো
শহীদদের আত্মা হাহাকার করে কাঁদছে।
তাঁকে আর কাঁদিও না।
সেই বিধবা বোন,
যার হাতের মেহেদীর রং না শুকাতেই
সাদা থান তাকে জড়িয়ে রেখেছে
কি জবাব দেবো তাকে?
সে তোমাকে বলছে না
কোন রক্তক্ষয়ী যুদ্ধ করতে।
তুমি এই পতাকাকে শক্ত করে ধরো
তুমি এই মানচিত্রকে বুকে আগলিয়ে রেখো
একমাত্র তুমিই পারো
সবুজের বুকে স্বর্গের নকশা আঁকতে।
Page No 1