একটি চাঁদনী রাত, মায়াবী আকাশ জুড়ে,
তারা যেন নাচে, এক অলৌকিক সুরে।
নদীর জলে মেখে যায় চাঁদের রূপোলি আলো,
গভীর নিশীথে মাটির গন্ধ করে মাতালো।
শিরিষ গাছের ছায়ায় ঢেকে যায় পথ,
হৃদয় বেঁধে রাখে এক অদ্ভুত রত্নগাঁথ।
হাওয়া বয়ে আনে দূরের বাঁশির সুর,
নিঃশব্দে জেগে থাকে প্রেমের একটুকরো নুর।
চাঁদনী রাতে জাগে কত না স্বপ্ন,
স্মৃতির সরোবরে ভেসে উঠে গোপন শব্দ।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চাঁদও যেন ভাবে,
এই নীরব রাতের বুকে রহস্য কোথা পাবে।
একটি চাঁদনী রাত, নিঃসঙ্গতার দোসর,
মনের খাতায় লিখি অমলিন এক প্রহর।
আলো-ছায়ার মাখামাখি, জীবনকে ছোঁয়,
চাঁদনী রাত জানে, সব কষ্টকে রোঁয়।
Page No 1