writerfair

ঘাসের বুকে কুয়াশা

Mist On The Grass

Abul Hossain Azad

ঘাসের বুকে কুয়াশা নেমে আসে চুপে চুপে,
প্রভাতের আলো ঢাকে মায়াবী ধোঁয়ার রূপে।
শিশিরবিন্দু জ্বলজ্বলে রোদ্দুরের ছোঁয়ায়,
স্বপ্নের মতো ভাসে, মেঘের গোপন কোণায়।

স্নিগ্ধ সে ছোঁয়া, নরম বাতাসে মেশা,
প্রকৃতির বাঁশিতে জাগে মধুর আবেশা।
পায়ের তলে নেমে আসে সোনালি ঠাণ্ডা,
কুয়াশার চাদরে ঢাকা সবুজের প্রান্তরখণ্ড।

পাখির ডাক ভেসে আসে দূরের বৃক্ষে,
এক টুকরো সকাল বাঁধে মনের বুকে।
ঘাসের গন্ধে মেশে কুয়াশার গল্প,
যেন ধরার বুকে নামে শান্তির শিলালিপি।

ঘাসের বুকে কুয়াশা, দিনের শুরুর কবিতা,
নিভৃতে শুনি আমি তার মায়াবী গান লিপ্ত।
প্রকৃতির স্পর্শে ধুয়ে যায় ক্লান্তি,
তাই তো ঘাসের বুকে খুঁজি জীবনের শান্তি।

Page No 1