একদিন কুয়াশার মাঠে হাঁটব আমি একা,
নরম ঘাসের ছোঁয়ায় জাগবে প্রাণের রেখা।
সাদা ধোঁয়ার চাদরে ঢাকা ধরণীর বুকে,
মনে হবে, পৃথিবী যেন স্বপ্নের সুখে।
নীরব বাতাস গল্প বলবে ঝরে যাওয়া পাতায়,
অজানা সুর বাজবে দূরের বাঁশির ছায়ায়।
পায়ের নিচে জমে থাকা শিশিরের কণায়,
বেঁধে যাবে সময়, থেমে থাকবে গায়।
একদিন কুয়াশার মাঠে হারাবো নিজেকে,
জীবনের ভার ভুলে দাঁড়াবো নির্জনে থেকে।
আকাশের মায়া, মাটির গন্ধ,
সব কিছু গায়ে মাখবো গভীর বন্দনে।
সেদিন বুঝি, জীবন এক ছায়ার খেলা,
আলো আর অন্ধকারে বাঁধা রঙিন মেলা।
কুয়াশার সেই মাঠে থাকবে না কোনো বাঁধা,
মুক্তি খুঁজে পাবো প্রভাতের আলোয় সারা।
Page No 1