আলোপৃথিবী জেগে ওঠে ভোরের আভায়,
সূর্যের কিরণে ধুয়ে যায় আঁধারের ছায়া।
ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু,
তাদের ছোঁয়ায় জ্বলে সোনার রংধনু।
আলোপৃথিবী হাসে মায়ায় ভরা মুখে,
বাতাসের সুরে যেন নীরবতাও সুখে।
গাছের পাতায় নাচে রোদ্দুরের রেশ,
ধরণীর বুকে শুয়ে আছে প্রাণের দেশ।
আলোপৃথিবী জানে প্রেমের ভাষা,
মানুষের হাতে গড়া ভালোবাসা।
অন্ধকার শেষে দেয় নতুন পথের দিশা,
আলোর আঁচলে বাঁধে মুক্তির আশা।
তাই তো স্বপ্ন দেখি এই পৃথিবীর,
আলোর মায়ায় ভরুক জীবনের সব তীর।
আলোপৃথিবী হোক আমাদের আশ্রয়,
নতুন ভোরে নতুন করে জীবন জয়।
Page No 1