আবার নিভৃতে, ফিরে আসি একা,
নিস্তব্ধ রাতের নরম হাতের ডাকে।
ঝরা পাতার মৃদু সুরে মিলে যায় প্রাণ,
চুপকথারা ফোটে হৃদয়ের তলে গোপন।
আকাশের তারা বলে যায় গল্প,
চাঁদের আলোয় আঁকা স্মৃতির নকশা।
নিভে যাওয়া প্রদীপের ধোঁয়ায় দেখি,
ফেলে আসা দিনের তৃষ্ণার রেখা।
আবার নিভৃতে, বাঁধ ভাঙে কান্না,
অশ্রু মুছে লিখি নতুন গাথা।
নীরব রাত জানে কত কথা বলা,
নিভৃতির মাঝে খুঁজে পাই আলো।
Page No 1