writerfair

ভয়ঙ্কর রাত

Terrible Night

Abul Hossain Azad

কালো আকাশে ছড়িয়ে পড়ল আঁধার,
চাঁদ নেই, শুধু অশ্রু ঝরে বারে বারে।
মাঝে মাঝে শীতল হাওয়া গুঞ্জরিত,
আছে কি কোন শব্দ, কোথাও পোকা বা পাখির কিচিরমিচির?

অন্ধকারে ডুবে গেছে আমার মন,
মনে হয়, কোন অজানা হাওয়া এসে ক্ষত-বিক্ষত।
দূরে কোথাও রক্তিম আলো জ্বলছে,
কিন্তু কাছে আসার মতো সাহস কোথায়?

দরজায় খোঁজে হালকা শব্দ—
একটা সুর যেন বাজে, খুবই মধুর,
কিন্তু তা কি সত্যি? নাকি আমার ভেতরের ভয়ের গহীনে
এটা এক বিভ্রম, এক অদৃশ্য ঘোড়া ছুটছে তাড়া দিয়ে?

গভীর রাত, শ্বাস আটকে আসে,
অথবা মনের কোন অন্ধকার কোণায়
ভয়ঙ্কর অশরীরী ছায়া ধরা দেয়।
এই ভয়, এই উদ্বেগ—আমার নিজেরই তৈরি।

রাতের গভীরে ডুবে যেতে যেতে,
একটা প্রশ্ন ঘুরে ঘুরে আসে:
কোথায় শেষ হবে এই ভয়?
নাকি রাতের ভয়ঙ্কর আঁধারে,
কখনোই আসবে না ভোরের আলো?

 

Page No 1