writerfair

যান্ত্রিক জীবন

Mechanical life

Abul Hossain Azad

যান্ত্রিক শহরের ব্যস্ততা,
চলছে রেলগাড়ি, ঘুরছে চাকা।
ঘড়ির কাঁটায় জীবন হারায়,
মুখে হাসি, চোখে ক্লান্তি—অভিযোগ ছাড়া।

প্রতিটি ধাপে ধাপে সময় চলে,
স্বপ্নহীন মন, শুধুই কাজের মেলা।
মানুষগুলো হাঁটছে অগণিত রাস্তায়,
একটা বাক্যও বলছে না, সকলেই ব্যস্ত কাজের মঞ্চে।

সিলিকন স্কিনে জীবন জমে যায়,
মাঝে মাঝে মনে হয়—এ জীবন কি আমাদের?
অথবা মেশিনের গতি, একাকী এক যন্ত্র,
আমরা কি না হয়ে গেছি আরেকটি অংশ, তাদেরই সঙ্গ?

রাত আসে, দিন আসে,
আলো-আধারে আবার ঘোরে পৃথিবী,
কিন্তু সত্যি কি আমরা বাস করছি,
নাকি শুধু চলছে সময়ের যান্ত্রিক চক্র, হারিয়ে যাচ্ছি তার মধ্যে?

Page No 1