তুমি সেই মেয়ে, হে তুমিই সে মেয়ে।
যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি আর বাসবো আজীবন।
তুমিই সে মেয়ে, যে এসেছিলে আমার জীবনটা সাজাতে।
আমিও সেজে ছিলাম তোমারি ভালোবাসার রংঙে, সেজে চিলো আমার মন, সেজে ছিলে তুমি আর চারপাশ ।
আর তুমিই সে মেয়ে, যার সাথে কাটিয়েছি আমার 5টি বছর।
আজ ভাবতে অবাক লাগে তুমিই সে মেয়ে যে সাজাতে চাও তোমার নিজের জীবনকে ।
যেখানে নেই আমার কোন অবয়, নেই সেই ভালোবাসা
তুমি সেই মেয়ে, যে আজ অনেক কিছু ভাবতে পারে নিজেকে নিয়ে। গড়তে চায়ও নিজের জীবন আমার ভালোবাসা রেখে ।
তবে কেন এসে ছিলে ভালোবাসা হয়ে আমার জীবনে ভেসেছিলে ভালো নিজের মত করে??
তুমি সেই মেয়ে যে আজ ভাসিয়ে দিয়েছ আমাকে অতই সাগরে আর গা ভাসিয়েছ তুমি সুখে ।
আমি জানি তুমিও জান আজ আমার পথ চলার কথা ।
থাকবো কোথায় কাল আমি তাও তোমারই জানা ।
তুমি সেই মেয়ে, যা আজ আর নাই..... আজ আমি বড় অসহায়., তুমি সেই তুমি নাই...
Page No 1