writerfair

ফুলের বিকাশ

Blooming of flowers

Ashamoni

এত পড়াশুনা করেছ অথচ
অনিবার্য ভদ্রতা টুকু শিখলেনা আজও
প্রায় চল্লিশ মিনিট বসে আছি 
মহাকালের দুরত্ব ভেঙ্গে ভেঙ্গে আসছ
যেন অনাবিষ্কৃত কোন গ্রহ থেকে

দিবা নিশার জ্যামিতিক দূরত্ব আমি বুঝিনা
অকারণ ঔৎসুক লুব্ধ ঈক্ষণে 
কেবল প্রশ্ন নীরব 
এই পর্যন্ত গন্তব্য নয় ওদের
শেষ হয় খবরে কাগজের শিরোনামে

এজন্য মাঝরাতের রাজপথ আমার ভীষণ প্রিয় 
জীবনানন্দের স্বপ্নের মত 
কোথাও কেউ নেই শুধু তুমি আর আমি
বাচলতার প্রতিযোগিতা নেই
নেই শব্দের দিনে দূপুরে ডাকাতি।

নেই কুকুর কুকুরির জৈবিক জীবনের
অকারণ লজ্জা ঢাকার প্রবণতা
আছে কেবল অনিন্দ্যসুন্দর 
অন্যতম মৌনতার ভালোলাগা
ফুলের বিকাশে বলি ভালবাসি।
 

Page No 1