writerfair

ঘন কুয়াশা

Dense Fog

Abul Hossain Azad

ঘন কুয়াশা, তুমি এসো, ঢেকে দাও সব কিছু,
বিলীন হয়ে যাও পথ, পাহাড়, নদী, বনভূমি।
ধূসর রঙে মুছে দাও দিনের উজ্জ্বলতা,
শুধু এক দুঃস্বপ্নের মতো, অন্ধকারে চলা যেন চুপচাপ।

তোমার মধ্যে হারিয়ে যায় শব্দের আকাশ,
দূর থেকে আসে কেবল নিঃস্তব্ধ নিঃশ্বাস।
গাছের ছায়া, পথের চিহ্ন সব অদৃশ্য,
তবুও যেন হারিয়ে যাওয়ার ভয় পায় না কেউ।

তুমি কি জানো, এই কুয়াশায় আমরা কী খুঁজি?
পথের পাশে চুপিচুপি দাঁড়িয়ে থাকা ভাঙা স্বপ্ন।
মন থেকে মন, চোখে চোখ, এক অজানা সংকেত,
তোমার ঘন চাদরে অদৃশ্য হয়ে যায় সব।

কিন্তু জানো কুয়াশা, তুমি যে এক অবিচ্ছেদ্য রূপ,
শুধু মাঝে মাঝে, কিছুটা স্থিরতা চাই।
অতীতের কিছু স্মৃতি, ভবিষ্যতের কিছু আশা,
তোমার মেঘলা জগতের মাঝে, একটু দেখা চাই।

Page No 1