writerfair

টাকা

Money

Abul Hossain Azad

টাকা, তুমি কি বড় অদ্ভুত জিনিস,
মুখে তোমার নাম, মনে তুমিই যত সব হিসাব।
খুব চাওয়ার পরও কখনোই পাওয়া যায় না,
আর কখনো কখনো মিলেও যায়, তাও কমে যায় সহজে।

ধন-দৌলতের মাঝে হারিয়ে যায় মানুষ,
কখনো কখনো সুখের চেয়ে একে ভালোবাসে।
তোমার পেছনে জীবন অতিবাহিত হয়,
তবু শেষমেশ খুঁজে পাওয়া যায় না কোনো শান্তি।

টাকার প্রতি আবেগটা অদ্ভুত এক পাগলামি,
যতই বেশি পাবে, ততই তৃষ্ণা বাড়ে।
সুখের কাছে যাওয়ার রাস্তা তুমি হতে পারো,
তবে শেষ পর্যন্ত জানো, সুখ আসবে না তোমার ঘরে।

তবে, মনে রেখো, টাকা শুধু হাতের মুঠোয়,
মানুষের হৃদয়ে জীবনের আসল অর্থ।
শান্তি, ভালোবাসা, হাসি, সেগুলোই সত্যি,
টাকা দিয়ে সেগুলো কেনা যায় না, এটাই সত্য।

Page No 1