প্রেমহীন বিকেলে ছায়া পড়ে,
পথে হাঁটছি একা, মন যে খুব ভারী।
ফুলের গন্ধ মিশে যায় হাওয়ায়,
কিন্তু কোথাও তোমার ছোঁয়া নেই।
আকাশটা বোধহয় একটু শোকাহত,
সূর্যও হাসে না আগের মতো।
পৃথিবী থেমে থাকে, সময় যেন চলে,
ভালোবাসা হারিয়ে যায়, ফিকে হয়ে পড়ে।
আনন্দের গান আজ আর গাওয়া হয় না,
নীরবতায় ভরা এই বিকেল বেলা।
তুমি নেই, আমি নেই, কোথাও কিছু নেই,
যা ছিল কখনও, আজ তা আর কিছু নয়।
দূরে কোথাও একেলা পথচলা,
প্রেমহীন বিকেলের বিষণ্ণতা।
চোখে জল, মনে একটাই প্রশ্ন—
এই সুনসান বিকেলে, কে বুঝবে আমার হৃদয়ের কথা?
অশান্ত বাতাস সঙ্গ দেয় না আর,
ভালোবাসা চুপ হয়ে যায়।
এমন এক বিকেল, যেখানে প্রেমের স্মৃতি,
একটা দীর্ঘশ্বাসে হারিয়ে যায়।
Page No 1