writerfair

ভোরের শিশির

Morning Dew

Abul Hossain Azad

ভোরের শিশির কাঁপে পাতায়,
রুপালি চুম্বনে নাচে বাতাসে।
ভোরের স্নিগ্ধতার আঁচলে,
বালিশের মতো নরম দ্যুতি রয়ে যায়।

হৃদয়ে বাজে এক সুর,
নরম গানের মূর্চ্ছনা।
শিশিরে ভেজা প্রান্তর গাইছে,
আলোর প্রথম রশ্মির ধ্বনি সবার।

রাত্রির স্নান শেষে গগনে,
ভোরের শিশির খেলে পাতায়।
অতীত ও ভবিষ্যৎ মিলিয়ে যায়,
একত্রে যেন নতুন আশা আসে।

ভুরের শিশিরে জমে থাকা স্বপ্ন,
ঝরে পড়তে হতে থাকে ধীরে।
প্রকৃতির কোমল হাত থেকে,
মিলন ঘটে, ভাঙ্গে সমস্ত ব্যথা।

ভোর আসে, শিশির মুছে যায়,
কিন্তু রেখে যায় এক শান্তি,
হৃদয়ের মাঝে, গভীরতম গোপন,
ভুরের শিশিরের চিরকালীন স্মৃতি।

Page No 1