writerfair

ইলিশ

Hilsa

Abul Hossain Azad

নীল জলেতে যখন লুকায় চাঁদ,
গা-গা হাওয়ায় দুলে ওঠে সাঁতরানো সিন্দুর,
নিরন্তর ঝিরঝির হাসি আসে,
অপূর্ব নীলিমায় ডুব দেয় ইলিশের গর্ভ।

মাছে মাছে মিষ্টি সুর,
বসন্তে যেমন ফুল, তেমনি এদের দেহে সোনালি রং।
বৈশাখী বাতাসের মৃদু চুম্বন
খাল-বিলের গভীর কূল,
পানিতে এক কাহিনির মতো ভেসে আসে
সোনালী ইলিশের দোলা।

বাঙালি মনের এক অমূল্য রত্ন,
শরীরের জলে কিংবা হাওয়ায়,
এই সুগন্ধী রন্ধনাভাবে
ইলিশ মেলাই পথ আমাদের সুখের সুর।

কখনো লবণ-মিঠে গুনগুন করে,
কখনো চিরকাল জ্বালিয়ে রেখে যায়
গলানো মাংসের স্বাদ,
আলো জ্বেলে আগুনের সঙ্গে তালে-তালে।

ইলিশের ছন্দে,
হৃদয়ে জেগে ওঠে ভালোবাসা,
ভোজন, পূজা, প্রার্থনা,
সব কিছু মিলে এক অতুলনীয় রাগ।

এই শস্যের মাটি, এই নদীর জল,
এই বাংলার মেঘ-আকাশে উড়ে যায়
ইলিশের শুভ্র সঙ্গীত—
ধ্বনিত হয় মহাসমুদ্রের গভীরে।

Page No 1