writerfair

বেকার

Unemployed

Abul Hossain Azad

হাজার স্বপ্নের খামারে,
দ্বারে দ্বারে লাগে তালা,
বেকার আমি, আজও চলি
কখনো হয় না খালাস।

অধিকার নেই, প্রাপ্তি নেই,
দিকভ্রান্ত পথের তলে,
মন কি সান্ত্বনা খুঁজবে?
হৃদয়ে আছে মেঘের মেঘে।

অধিকার খুঁজে বেড়াচ্ছি,
স্বপ্নে আছড়ে পড়ি,
এই নিষ্ঠুর পৃথিবীতে
শুধু আছি, আর কিছু করার নাই ।

আকাঙ্ক্ষার মতো বুক ফাটা,
অপ্রাপ্তির এক চিহ্ন,
সপনে দৃষ্টি হারিয়ে যাই
ভালোবাসা নেই, আলো নেই।

কখনো আকাশে ঘূর্ণি আসবে,
এই বেকারি একদিন ছুটে যাবে।
তবে যদি আমার রাতের আঁধার
দিনে রূপান্তরিত হয়,
যত যন্ত্রণার মাঝে বেকার আমি
সে দিনের আশায় থাকি।

Page No 1