আমার আতংকিত মস্তিষ্কে যে ভাবনারা খেলা করতো-
হঠাত অন্ধকার মেঘলা বিকেলের মতন সেসব চক্ষুর আড়ালে লুকালো।
আমি তখন হেটে চলি আয়েশি রাস্তায় কিছু পদাঙ্ক অনুসরন করে,
এগুতে এগুতে পদযুগল অতর্কিতে থেমে যায় প্রশ্নভর্তি সেই সমুদ্রের কাছে।
সীমাহীন প্রশ্নের ঢেউ ছেড়ে আমার দৃষ্টি এগোয়, অতীত ছেড়ে আরও অতীতে!
আমি সচেতন মস্তিষ্কে নিজের ম্রীয়মান হয়ে যাওয়া প্রত্যক্ষ করি।
কি আশ্চর্য!
হারিয়ে যাবার পূর্বক্ষনে সেই সমুদ্রের ওপারে যেখানে আকাশ মেশে, সেখানে শেষবার আমি আমাকে দেখি।
আমি দেখি এক টুকরো সাদা মেঘ উড়ে চলে অজানা গন্তব্যে।
সেই দিগন্তে আচমকা সাদা মেঘও হারাতে দেখি আমি।
মেঘের পরে শুভ্র একটা বক উড়ে যেতে দেখি আমি।
আমি কি সেই সাদা মেঘ? নাকি বক?
অত:পর এই শেষপ্রশ্নে সমুদ্রে দু'পায়ের পাতা ভেজাই শুধু।
Page No 1