writerfair

শুকতারা

Morning Star

Sayed Hasmot Alli

শুকতারা

তোমার হাজারও রাতের অসীম রাত থেকে
শুধু একটা মাত্র রাত দেবে তুমি?
মহাআকাশে মহামিলনে
কেবল তোমাকেই সাধিব।

তোমার শোভাবর্ধনে অগণিত নক্ষত্র
ঝলকে ঝলক দিতে চমক,
ধূমকেতু,বিদ্যুৎ আরো অনেকে
মোহমুগ্ধ তুমি মহামায়ায়।

রবির কিরণ মেঘমালার শিহরণ
সাত রঙের রুপের বর্ণীল ছটা,
কি অপূর্ব মানায় তোমাকে 
দেখেছো কি দর্পনে নিজেকে কখনও..?

সামান্য দূরত্বে পড়শী শুকতারা
নেই অহং,ভিখারীর সাজ,
এ প্রান্তে তোমার পাগল বেশে
কি অপার বেদনার ভারে।

Page No 1