ঘুমকাতুরে অসহায় দু'চোখ আমায় ঠেলে নিয়ে যায় কল্পনার সেই অজানা রাজ্যে,
এ রাজ্য অজানা হলেও আমার খুবই পরিচিত আর নিজস্ব।
আমি এক আকাশ ঘুমে ডুব দেয়ার আগে জীবিত হই চিন্তার নির্বাক এক আতিশয্যে,
এ আতিশয্য নির্বাক হলেও আমার ভাবনার ক্যানভাসে রয় সর্বস্ব।
ক্যানভাস সাজাই স্বপ্নকাতুরে জীবনের অবিমিশ্র ভালো মন্দের কষাঘাতে-
অন্ধকার রাত্রির সাজানো সংসার বুকে নিয়ে আমি মিশে যাচ্ছি জীবন্ত প্রহরেতে।
Page No 1