writerfair

নিদাঘ তিয়াসা

Nidagh Tiasa

Abul Hossain Azad

বহুকাল ধরে বহু ক্রোশ পথ-

যেন আমি মাড়িয়েছি অবলিলায়।

ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে আমি-

থেমে কি যাচ্ছি চরম অবহেলায়!

বিস্তৃত মাঠ, নিস্তব্ধ ঘাট পেরিয়ে-

সন্ধ্যার পর আমি পেয়েছি চাঁদের ঘর।

অবিশ্রান্ত মস্তিষ্কে অন্ধকার ছেড়ে গেছি-

আরো বেশি অন্ধকার অমাবস্যার চর।

নির্বাক দুঃসময়ের বিদায় এলো বলে-

আরো হেটেছি নিদারুণ বিদগ্ধ পথ।

কল্পনার বিসম আয়ুরেখায় হারায়-

নিদাঘ তিয়াসার নির্লিপ্ত শপথ।

আড়ম্বরী কষ্টের তৃপ্ততা বাড়ে-

অবিমিশ্র জীবনাবহ মিশে যায় বিষাদময়।

কাব্যিক মিথ্যে ভালোবাসার রক্তচক্ষু-

ক্ষয়ে ক্ষয়ে অবসানের কোলে পায় সংশয়।

বহুকাল ধরে বহু ক্রোশ পথ-

যেন আমি মাড়িয়েছি অবলিলায়।

ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে আমি-

থেমে কি যাচ্ছি চরম অবহেলায়!

Page No 1