হঠাৎ গর্জে উঠে মনের আকাশের কোণে এক ফালি মেঘ,
সহসা আমি অচেনা হয়ে যাওয়া আবেগকে দেখি মেঘের সাথে একীভূত হয়;
অন্ধকার সেই করিডোরে অস্পষ্ট ভালোলাগা কি ভুল করে আবার স্পষ্ট হয়!
অতঃপর বিকেলি মোহ শহরের যানজটকেও ভালো লাগায়,
কাব্যিক নীরবতা ছেয়ে যায় ব্যস্ত পথে নিরাকার রোদের ঝলমলে নিথর আবহে;
সাংবিধানিক আগন্তুক শব্দের মিছিলে আমি প্রত্যক্ষ করি জীবন্ত মায়াজাল ঐ প্রবাহে।
এ জীবন ঠুনকো স্বপ্নের আবেদন ছেড়ে বেঁচে চলেছে দিব্যি,
তবুও কোথায় যেনো বহমান শব্দের আস্তাকুঁড়ে আমি বিরহের স্তুপে জীবন দেখি;
ধরিত্রীর চলমান নাটিকায় আমি ভুল করে অনিশ্চিত এক গল্পের ক্যানভাস দেখি।
Page No 1