writerfair

স্বপ্ন

Dream

Md Jamrul islam

স্বপ্নের আলোয় ভাসা, অচেনা দেশে,
সুখের সাগরে ডুবা, মনের অন্ধকারেও নেশা।
পৃথিবীর গতিতে হারিয়ে, চলা নীরবের মেলা,
স্বপ্নের নাচে মন ভুলিয়ে, ভোরের আলোর খেলা।

বৃহৎ আকাশে পাখিরা গান গায়,
স্বপ্নের পাখি মন ছুয়ে, সব দুঃখ ভুলে যায়।
চাঁদের আলোর সাথে আমার স্বপ্ন সাজায়,
মন ভাসে আলোর মেলা, সব ভালোবাসার সাথে করে খেলা।

স্বপ্নের মেলায় মন চলে, নানান মায়ার দেশে,
ভেঙে ফেলে সব বাঁধন ।
আলোর সাথে স্বপ্ন রঙিন, বিনোদনের সাথে হারি,
মনের স্বপ্ন সাজানো, আলোকে আমার যত ভাসি।

স্বপ্নের রাজ্যে মন পারে, স্বাধীনতার মেলায়,
আলোর সৃষ্টিতে আমি চোখের জল দেখাই।
স্বপ্নের মেলার পথে চলা, অজানা সন্ধানে,
মন ভরে আলোর খেলা, স্বপ্নের আলোয় ভাসা আমার প্রাণে।

Page No 1