writerfair

না বোঝার ভালোবাসা

Love without understanding

Sayed Hasmot Alli

না বোঝার ভালোবাসা

তোমাকে নিয়ে লেখার ইচ্ছে 
আদৌ ছিল না,
তুমি অজের সুন্দর সুরভিত
স্রষ্টার অপূর্ব সৃষ্টি।

তুমি ছাড়া বিষণ্ণ এই আমি
কঠিন তুষার সম যেনো,
রহস্যময়ী চাঁদ জানে না তার
আকর্ষণে জোহার বহে তনুতে।

সেই তুমি বড় আগোছালো 
প্রত্যক্ষ অলিকুলের আহবান রাখো, 
বোঝো না! রানী অব্দর মহলে থাকে 
সিংহাসন ছেড়ে রাজাকেই যেতে হয়।

অহেতুক প্রতিদ্বন্দ্বীতায় রাখো স্বাধীনতার দাবী, 
আচ্ছা তুমি কি বলতে পারো
হৃদয়ের রক্তক্ষরণ কেনো হয়?
থাক এসব কথা।

ভেবেছিল ভালোবাসার রোপিত বৃক্ষে
আষ্টেপিষ্টে জড়িয়ে নেবো নিজেকে
সমস্বরে গাইবো সাম্যের জয়গান। 
আসলে তুমি না! বুঝো না; যদি বুঝতে…।
 

Page No 1