writerfair

জবরদস্তি

forcefully

শ.ম. শহীদ

চলতে চলতে গর্তে-

 পড়ছি নানান শর্তে 

খাচ্ছি কেবল ধাক্কা-

 ঘোরছে নাতো চাক্কা 

কী করে হবে রক্ষে-

 

 বইছি যাতনা বক্ষে। 

করছি যেদিক লক্ষ্য- 

দেখছি চোরের সখ্য

ওদের নানান কান্ডে- 

থাকেনা কিছুই ভান্ডে 

করছি না কেউ চেষ্টা-

 বাঁচাতে এই দেশটা।

 

হাঁটছি সকলে উল্টা-

 দেখছিনা কেউ ভুলটা

হারিয়ে ফেলছি ছন্দ-

 বাড়ছে কেবলই মন্দ 

কারো খুঁজতে স্বস্তি

 চলছে... জবরদস্তি।
 

Page No 1


                    ছি ! 

              শ.ম. শহীদ 

: হ্যাঁরে গদা-চললি কোথায় 

 সাত-সকালে তুই? 

: যাচ্ছিরে ভাই শ্বশুড়বাড়ি

 সংগে নিয়ে পান-সুপারী 

আর নিয়েছি দৈয়েরহাঁড়ি

 সন্দেশ কেজি দুই!

 মাছটা বড় পেলাম নারে

 পেয়েছি যা এই বাজারে

 বাধ্য হয়েই নিলাম তারে

 ছ’কেজির এক রুই!

 

: শ্বশুড় খাচ্ছেন এতো কিছু

 বাবা খাচ্ছেন কি?

 বৃদ্ধাশ্রমে কেমন আছেন

 খবর রাখিস নি ?

 কুলাঙ্গার এক ছেলেরে তুই

 ছি রে গদা...ছি!

Page No 2