writerfair

অসংগতি-১

inconsistency-1

শ.ম. শহীদ

রুদ্ধ প্রাণে,

কথার বানে-

শ্রমিক-মালিক মিত্র।

বাস্তবতা-

ভিন্ন কথা,

অসংগতির চিত্র!

 

অর্ধ পেটে-

ক্লান্ত খেটে

গড়ছে যাঁরা বিত্ত,

তাঁদের ঘরে

বসত করে-

আপদ-বালাই নিত্য।

 

মে-দিবসে

মিষ্টি রসে

আগলে ধরেন বক্ষ;

বিবেক জ্বেলে

দু’চোখ মেলে

কাল করে’না লক্ষ্য!


 

Page No 1