দুরন্ত যৌবনে দুরন্ত ভালোবাসা
নেশায় নেশায় ছিল ভরপুর
অবহেলা অনাদরে
কেন ঠেলে দিলে তারে?
যোজন যোজন দূর
হবে না ভালোবাসা তেমন মধুর।
এতদিন পড়ে এসে
খুঁজবে কি তারে শেষে?
বেদনার নীলে হবে সমুদ্র
তবুও সান্ত্বনা পেলে
বুঝতে পেরে শেষে
জীবনের প্রথম ধাপ
ভরা ছিল ভুল।
সময় ফুরিয়ে গেলে
কখনও আসে না ফিরে
জীবন তো এমনই হয় বসন্তের ফুল
চিরস্থায়ী যৌবন ভাবনায় ভুল।
যেটুকু সময় পাও, কোনো ভুল বোঝা নয়
জীবন তো বেঁচে থাকে আশায় আশায়
দুজন দুজনে প্রতিক্ষণে নির্জনে
বেঁধে নেও অকৃত্রিম ভালোবাসায়।
Page No 1