writerfair

চোর পরিবার

Family of thieves

RBM salabat jung chowdhury

পিছন দিয়ে কুকুরগুলি জাতির সম্পদ খায় 
সেই আঘাতে জাতির অঙ্গ ধ্বংস হয়ে যায়। 
সারা দেশে লুট-পাটের পড়ে গেছে ধূম 
গুম-হত্যায় হারাম হলো শিশুর চোখের ঘুম। 
মানুষ নামের পশুগুলি চিনে রেখো ভাই 
এই উপদেশ মনে রেখো, এখন তবে যাই। 
বিরোধী ও কুচক্রিরা সর্তক হও সবে 
জীবনমান রক্ষা করো অন্যায় পথ ছেড়ে।'
জাতির নেতা বঙ্গবন্ধু, শহীদ জিয়ার মতো 
গত হলো বীরসেনার বিডিআর এর ক্ষত 
বহু সেনা, বহু পুলিশ চাকরিচ্যুত হয়ে। 
অবশেষে প্রাণ বাঁচাল নানা দেশে গিয়ে 
দেশের টাকা পাচার করে হলে দেশান্তর 
পালিয়ে গিয়ে অই দেশে বাঁধছো সুখের ঘর 
চোর পরিবার তকমা এখন তব গলায় ঝোলে 
মুখ লুকিয়ে চলতে' হতে সারা জীবন ধরে

Page No 1