writerfair

শেষ অধ্যায়

The last chapter

RBM salabat jung chowdhury

জীবন তো এমনই হয় 

কখনও রোদ, কখনও বৃষ্টি, 

কুয়াশায় কখনও ঘেরা কঠিন দুঃখময় 

তবুও যায় না থেমে জীবন অথবা সময়। 

প্রেয়সীর জড়িয়ে ধরা ভালোবাসায় 

জীবন কখনও ভরে কানায় কানায় 

ইচ্ছের অহংবোধ হয় যদি দুর্বার, 

হটাৎ ক্ষত-বিক্ষত ভালোবাসা ফেরে না পুনর্বার। 

জীবন সায়াহ্নে বাড়ে দীর্ঘশ্বাস, 

একাকী জীবনে বিফলতার স্বাদ, 

মৃত্যুর দিন গোনে অধীর অপেক্ষায়; 

তবুও জীবন যেতে নাহি চায়।

 


সারাটি জীবন ধরে নিজেকে উজার করে 

যা কিছু বিলিয়েছো জীবনের তরে, 

প্রত্যাশার স্থানটুকু নয় পূরণ হবার 

শেষ-বিদায়ের সম্বল একটুকুই তোমার। 

সারা দিন শেষে যে সূর্য অস্তাচলে- 

তাকে কি ফেরানো যায় অন্য কোনো মোহে? 

অকারণ অভিমানে যে সময় হারায় অন্ধকারে 

সে সেও তো ফেরে না আর জীবনের সন্ধ্যায়। 

এখন উদাস চোখে তাকিয়ে থাকা ওই যে দিগন্তে 

হয়তো দু-ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মনের অজান্তে, 

জীবন তো এমনই হয় 

সবারই শেষ জীবনে আসে কঠিন দুঃসময়।

Page No 1