দেহ থেকে দেহ ঘুরে ঘুরে,
সুধা করে পান,
বাঁচিয়ে রাখিস প্রাণ।
তোর হিংস্র লালাঝড়া দৃষ্টির আড়ালে যেতে,
নিজেকে ঢেকেছি কাপড়ের জালে!
তবু মুক্তি মেলে না!
দেহ থেকে দেহ ঘুরে ঘুরে,
সুধা করে পান-
বাঁচিয়ে রাখিস কামনার গান!
নিজেকে আবৃত করে রাখা মশারির ফাঁক গলে-
জোর করে অনুপ্রবেশ!
অতঃপর-
ঝাঁপিয়ে পড়িস দেহের উপর।
দেহে-ই তোর সুখ,
দেহের সুধায় তোর তৃপ্তি!
তুই একটা মস্ত বড় মশা।
Page No 1