writerfair

যদি কখনো

if ever

Wahid Zaman

যদি কখনো তোমার উৎসবের মাঝে এসে ভীড় করি 

তুমি ক্ষমা করো 

অনিচ্ছা সত্ত্বেও যদি এসে যাই 

কোন একদিন 

সেদিনের সেই কল্পকাহিনী যদি বাস্তব 

হয় হয় যদি একবার 

তুমি ক্ষমা করো 

আড়ম্বর উৎসবে অবাঞ্ছিত আমি 

যদি নিমন্ত্রণের হাত পাতি 

হয়তো শূন্য হাতে ফিরে যাব 

বেদনার ক্লেশে 

যদি আখি জলে ভিজে যায় তোমার উৎসব 

মুছে ফেল যদি তা শাড়ির আঁচলে 

প্রতিবাদ নেই কোন তার 

যদি অযাচিতভাবে বলে ফেলি 

তুমি কেমন আছ 

নাইবা উত্তর দিও 

তবু মন ভরে যাবে 

ছলেবলে তোমাকে একটু দেখে।

Page No 1