যদি কখনো তোমার উৎসবের মাঝে এসে ভীড় করি
তুমি ক্ষমা করো
অনিচ্ছা সত্ত্বেও যদি এসে যাই
কোন একদিন
সেদিনের সেই কল্পকাহিনী যদি বাস্তব
হয় হয় যদি একবার
তুমি ক্ষমা করো
আড়ম্বর উৎসবে অবাঞ্ছিত আমি
যদি নিমন্ত্রণের হাত পাতি
হয়তো শূন্য হাতে ফিরে যাব
বেদনার ক্লেশে
যদি আখি জলে ভিজে যায় তোমার উৎসব
মুছে ফেল যদি তা শাড়ির আঁচলে
প্রতিবাদ নেই কোন তার
যদি অযাচিতভাবে বলে ফেলি
তুমি কেমন আছ
নাইবা উত্তর দিও
তবু মন ভরে যাবে
ছলেবলে তোমাকে একটু দেখে।
Page No 1