writerfair

ভালোবাসা নিয়ন আলো

Love is neon light

শ.ম. শহীদ

ভালোবাসা-

আলোয় ভাসা

কিন্তু আলো নিয়নে।

ঝোকের বশে

মধুর রসে-

মনটা কারো দিও নে!

 

ফাগুন দিনে-

আগুন কিনে

রসের খেলায় মত্ত!

আগে পিছে

উপর নিচে

যাচাই বাছাই সত্য।

 

একটু ভুলে

জীবন মুলে

বাঁধবে বাসা কষ্ট!

আনন্দগান

হবে যে ম্লান

অধম বলে স্পষ্ট!

Page No 1