writerfair

সূর্য গেল কই

Where the sun gone

আবু রায়হান

গলির কোণে সংগোপনে সন্ধ্যা নামে ওই 

স্যাতস্যাতে রাত তুলছি দুহাত সূর্য গেল কই? 

সন্ধ্যারাণি ছড়ায় বাণী সূর্য গেল পাটে

 দিনের আলো সব বিকাল ছায়াপুঞ্জের হাটে 

সূর্য যদি পাটে বসে চন্দ্র গেল কই! আধার ভুবন মলিন জীবন কেমন করে রই!

 

এসো এসো চাঁদ স্বপ্ন বেহাত আর কিছু নাই বাকি 

মরি বারবার তবুও আবার স্বপ্ন জমিয়ে রাখি।

 

চাঁদের আলো মাঠ ভাসালো তারা গেল কই! 

সন্ধ্যাতারা তোমায় ছাড়া কেমন করে রই 

কালপুরুষের একা একা থাকা সয়ে ঘাত-প্রতিঘাত 

মেঘেরও সার ঢেকে দেয় তার প্রতিবাদী দুই হাত 

পেঁজা পেঁজা মেঘ নেই গতিবেগ বড় যে লক্ষীছাড়া 

কোথা যাও বায়ু হও শতায়ু মেঘেদের কর তাড়া।

বায়ু ধীরে বয় ফিসফিস কয় রাত্রি শীতল বড় 

উষ্ণতা ছাড়া আমি গতিহারা চলাচল জড়সড় 

বাতাসের গতি বাঁধা আছে অতি সূর্যের সাথে ওই 

এত এত তারা সূর্যটা ছাড়া উষ্ণতা মেলে কই?

Page No 1