writerfair

পেয়ে হারানো

Get Lost

Md Jamrul islam

সকল শব্দে তার হাস্য উজ্জ্বল  সুর, 

সফলতার দ্বারে হারিয়ে খুঁজি সেই সুর ।

কাজের আলোয় শত  ব্যাস্থতা ভিড়ে, 

তার হৃদয়ে বাজছে আজ অবহেলা সুর ।

পৌঁছাতে হবে সকল স্তরের উচ্চতায়, 

 জমিয়ে রেখে সকল ব্যস্থতা।

জীবনে পাওয়া যত সফলতা, 

 বুক পকেটের ভাজে রাখা ।

শখের সময়ে বিজয়ী গান , 

অবহেলাই  সব হারিয়ে বেসুর।

চোখে ফিরে আসে আঁধারের রাত, 

পাওয়া যত তার সকল হারানো ভয় ,

 তাতেই বুজি আমার জয়  । 

Page No 1