কাল রাতে যাকে আলতো স্বপ্নে দেখেছি সে কি তুমি ছিলে, তুমি!
হাতে ধরা বইয়ের মলাটে কবির নাম লেখা ছিল ‘জয়গ্বোস্বামী’
এখনো কবিতা পড় ভেবে কি যে ভালো লাগা!সময়ের ঔখানে
ফিরে গেলে বেশ ভালো হত, পারিনা, কেযেন এদিকে টানে।
দোটানায় বসে বাকী রাত ভোর, ভেবেছি, এ নিরন্তর অধোগামী
যাকে পেলে স্বপ্ন এমন আকুল হতনা সে কি তুমি ছিলে, তুমি!
শৈশবের মগ্ন খেলায় যাকে ডেকেছি সে কি তুমি ছিলে, তুমি!
তালি দেয়া কাঁথা-বালিশের ভিড়ে সাজানো পুতুলের বাসভূমি
হাঁড়ি-পাতিলের মিছে ঘাঁটা-ঘাঁটি পিছু ছোটাছুটি ক্ষণিকের বউ বর
অবারিত ডাকে বেড়াল-কুকুরে বিছায়-নূপুরে মুখরিত খেলাঘর।
অতীত কুয়াশার ছায়া ঢাকা সব শুধু মনে পড়ে সেই স্বর সপ্তমী
হারিয়ে গেলে ডেকে ডেকে সারা, সেকি তুমি ছিলে, তুমি!
জীবনে যাকে অযুত প্রেমে চেয়েছি সে কি তুমি ছিলে, তুমি!
ইচ্ছে ছিলে বৈরাগ্য নেব সাথে রবে তুমি গৈরিক বোস্টমি
এরুপ বাসনা টেনেছে বুহুকাল তাই দেরি হল হতে সংসারী
সংসার মানে সবাই জানে অন্য কিছু হওয়া ছিল বেশী দরকারী।
তুমি সাথে এলে জীবনের নদী যেত শেষ অবধি তীর্থভূমি
যায়নি বলে আজও বসে ভাবি সে কি তুমি ছিলে, তুমি!
Page No 1