খোলা আকাশের নিচে মেঘকে উড়তে দেখে
মুক্ত মন যদি হারিয়ে যায়, ঐ দূর আকাশে
তবে এর নামই বিজয়।
মিনা কার্টুনে ছোট্ট মিনা যখন বাবা মায়ের
স্বপ্ন আদরের মেয়ে ওঠে
ওখানেই আমার বিজয়।
নিশাত মজুমদার ওয়াসফিয়া নাজরিন
এভারেষ্টের চূড়ায় উঠে, যখন বাংলাদেশের পতাকা উড়ায়
আমি বিজয়ী সৈনিকের মত তাকিয়ে থাকি।
এখানেই আমার বিজয়।
যখন সমঅধিকারের দাবীতে সোচ্চার নারী কণ্ঠ
আমি নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে খুঁজে পাই,
এইতো আমার বিজয়।
যখন বাবার নামের পার্শ্বে মায়ের নামও
ব্যবহার করা হয়, তখন মনে হয়,
এটাই আমার পাওয়া।
স্বাধীনতার ৪২ বছর পরে
যখন তথ্য প্রযুক্তির ব্যবহারে প্রসার ঘটে,
তখন আমি বিহঙ্গের চেয়েও দ্রুততর, স্বাধীন।
যখন প্রিয়জনের খবর নিতে,
একটি সপ্তাহ অপেক্ষার পরিবর্তে
ব্যবহার হচ্ছে কয়েক সেকেন্ড,
যখন প্রয়োজনীয় তথ্য দ্রুত আদান প্রদান হয়,
দ্রুত ভাব বিনিময় হয়, আমি অনুভব করি
এখানেই আমার বিজয়।
যখন বছরের শুরুতে
রঙ্গিন মোড়কে মোড়া বই পেয়ে
ছোট্ট শিশুটির চোখ খুশিতে ভরে ওঠে
ওখানেই খুজে পাই আমার বিজয়কে।
যখন গ্রামের ঐ আলপথ-মেঠোপথ পিচ ঢালা পথে রূপ নেয়
যখন গ্রামের ঐ আলপথ-মেঠোপথ
পিচ ঢালা পথে রূপ নেয়
যখন বাঁশের সাকো রূপ নেয় ব্রিজে
আমি অনুভব করি,
স্বাধীন মানচিত্রকে।
যখন একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস
হিসেবে পালিত হয়।
তখন গর্বে ভরে ওঠে দেহ মন।
এরই নাম বিজয়।
Page No 1