writerfair

মে-দিবস

May Day

শ.ম. শহীদ

মালিকের তরে জীবন ভরে

শ্রমিকের শ্রম ধর্ম !

পেশী নড় বড় ঘাম দর দর

উদয়-অস্ত কর্ম !

 

খাদ্য জোটেনা, আলো ফোটেনা

আঁধারেতে বসবাস,

আসে কই ভোর! বুকের ভিতর-

চাপা পড়ে দীর্ঘশ্বাস !

 

দীর্ঘ-দীর্ঘ শ্বাসে, বারোটি মাসে-

ভারি হয়ে ওঠে বক্ষ,

আর কতো কাল রইবো বেহাল

চাই মুক্তির লক্ষ্য !

 

শ্রমিক-মালিক, শকুন-শালিক

সম্পর্কের দ্বন্দ্ব!

শিকাগো থেকে টোকিও অব্দি-

সহসা পৌঁছে গন্ধ !

 

গন্ধের তোড়ে নিশান ওড়ে-

পড়ে ঐক্যের ডাক;

শ্রমিকের হাত ঘোচাবেই রাত

শোষক নিপাত যাক !

 

উর্ধ্ব শ্বাসে পথে নেমে আসে

লক্ষ শ্রমিক তন্ত্র;

চাই অধিকার, শুনবোনা আর

মালিকের কোন মন্ত্র !

 

সহজে কি পায়, যে যাই চায়,

পথ যদি হয় শক্ত?

বন্ধুর পথে- মসৃণ হতে-

ঢেলে দিতে হয় রক্ত !

 

রক্তের দামে, নোনা জলে-ঘামে-

শ্রম রূপ নেয় আইনে;

আট ঘন্টার অধিক শ্রমের-

আলাদা জুটবে মাইনে !

 

মে দিবস মানে সকলেই জানে

সেই দূর্জয় উক্তি-

মালিক ও শ্রমিক হয়েছিলো ঠিক

দেনা-পাওনার চুক্তি!!

Page No 1