writerfair

স্বপ্নের কোডিং

Dream Coding

Md Jamrul islam

হাজারো কোডের মধ্যে গল্প লেখা ,
ক্লাসের মেথডে গল্পের অধ্যায় রচনা করা।
কমেন্টে লুকিয়ে রাখা কত শত নতি-পত্র,
প্রোগ্রামিং ভাষার মধ্যে মিশে গেলে মনের স্বপ্ন ।

ফাংশনের প্যারামিটারে ছুঁড়া যত স্মৃতি,
অবজেক্টের মেথডে মিশে আছে অনেক গুপ্ত কাহিনী।
ক্লাসের ইনস্ট্যান্সে লুকিয়ে রাখা ভাজে ভাজে  স্বপ্ন,
এই কবিতার ভাষা অদৃশ্য রহস্যে ।

কোডের ভুলে ত্রুটি খোঁজে,
লাইনের গোপন যত রহস্য,
ডেভেলপারের চেষ্টা সহজে জানা,
সমাধানের মধ্যে জয়গান গাওয়া ,
শিক্ষা হয় তার সঙ্গে অদৃশ্য অবসর।

 

Page No 1