দিনের পরে দিন যায়,
সূর্য আসে, অস্ত যায়,
প্রতিটি ছন্দে জীবনের গতি,
সময়ের গর্জন শুনে স্মৃতি হয়।
ক্ষণের ধুলোতে স্বপ্ন মেঘে,
আলোর খেলা সৃষ্টির করে ।
ক্ষুধার প্রান্তে আমার জীবন,
আশার পাখি উড়িয়ে চলে ।
পথের বাঁধায় জীবনের গান,
স্মৃতির তরে স্বপ্ন ভাসে নতুন করে ।
সুখের আবাসে ভালোবাসা,
দুঃখের মহাবিদ্যাই পথ হারিয়ে খোঁজা।
ভেসে চলা আমার ভালোবাসা,
অনেকের মতো হই নি দেখা ।
দিনের পরে দিন যায় না বলে,
আমার হয় না কভু স্বপ্ন ছোঁয়া।
তবুও আছি আমি, আমার গল্পে,
বন্ধুদের সাথে হাসি খেলার ছলে।
দিনের পরে দিন যায় চলে,
আমার কবিতা মেঘ হয়ে উড়ে চলে যায় ।
Page No 1