মা, মাটি, মানুষ, ভাষা
কী অপরূপ হৃদয়ের গভীরে
আমার বাংলা ভাষা
অম্লান হোক মায়ের মধুর ভাষা।
যুগে যুগে আসিব আবার ফিরে
শ্যামল-সবুজের মেঠোপথে তোমার আঙিনায়
জোছনাভরা কোনো রাতে
তুমি-আমি নিরালাতে
হয়তো মিলিত হব মিলনমেলায়
কথা হবে দুজনাতে মায়ের ভাষায়
ভালোবাসা মান-অভিমান জীবনের অধ্যায়
পারবে নিশ্চয় প্রকাশিতে সব বাংলা ভাষায়।
আলোকময় এই শ্যামল সবুজে
এ কী মোহনীয় উচ্ছ্বাস লাল-সবুজের দেশে
খাল-বিল, নদী, যেন পটে আঁকা ছবি
বাংলা ভাষার এই বাংলায়।
দিগন্তজোড়া কালো আকাশতলে
নিশিরাতে জোনাকি বধূরা দীপ জ্বালে
নিঝুম-নিস্তব্ধ প্রকৃতির ধ্যান ভাঙে শিয়ালের হাঁক
হয়তো তক্ষুণি শুনিবে মায়ের মধুর কন্ঠের ডাক
খোকা ঘরে আয়, বাইরে ভীষণ অন্ধকার।
Page No 1