চৌরাস্তা স্মৃতি পরিষদ, চায়ের দোকান
গলির মোড়ের আড্ডায়
কোথাও তুমি নেই
কোনদিন তুমি ছিলেও না এখানে।
কেবল ভুলে যাই,
এই শহরে তেমার নিদর্শন নিঃশ্বাস
তোমার পায়ের স্পর্শ পাইনি রাজপথ
অনেক অনেক দিন ছন্নছাড়া।
আমি কিন্ত সর্বক্ষণ তোমাকে দেখি
কখনও পাশে হাঁটছ, কখনও চায়ের দোকানে
কখনও পুরাতন টার্মিনাল মুজিব সরণির পাশে
কখনো কোর্ট চত্ত্বর সুলতান স্ট্যাচুর নিচে
কোথাও নেই, অথচ সর্বত্র তুমি
আমার মানস পটের গোপন কুঠরি
কেবল তোমার পুজা নিয়ত
জানে জগতায়ু আত্মনিরীক্ষার কথা।
Page No 1