writerfair

চেয়ার

The chair

শ.ম. শহীদ

ঐযে দেখুন-

নকশা করা চেয়ার;

ওটার প্রতি-

সবারই বেশ কেয়ার!

এই অধমের-

কিঞ্চিত আছে পেয়ার!!

 

দেখুন ওটার-

চারপায়ে কি সমতা!

শুধু কি তাই?

ওটার অনেক ক্ষমতা!

দেখলে বুকে-

উথলে ওঠে মমতা!

 

ওর মমতায়-

‘দিন’ কে বলি ‘রাত’।

প্রয়োজনে

‘তিন’কে বানাই ‘সাত’!

কখন কখন-

রক্তে রাঙাই হাত!!

 

যাক না চুলোয়-

যা কিছু  সম্প্রীতি যে;

মুখে কেবল-

গাই সাম্যের গীতি যে!

রাজনীতিতে-

এটাই নিয়ম-নীতি যে!

Page No 1