আপনার মণিপুর
যথার্থই ছিল
আমি একটুও কাঁদিনি
ঝাঁঝরা হৃদয় আজ বড্ড উচাটন।
এ কী করলেন আপনি?
ভুলের সমাধি আবার জীবন্ত করে দিলেন
কিন্তু আমি তো চাই না
অতীত নাগরদোলার সুখ।
আমি এই মুহূর্তে বর্তমানে বিশ্বাসী
কল্পিত কবিত্বে সব পূর্ণ হয় না শ্রেয়া
আমার শরীর চেনা কাঙ্খিত শরীর চায়
আমার মনের আধার অন্য কিছু নয়।
দেবেন আপনি?
অবলীলায় মণিপুর যেমন দিয়েছিলেন
সেই চেনা গন্ধ চেনা স্বাদ
চেনা উদ্দাম প্রেমিকের পাগলামি।
আজ আমি একটু বেশি অপ্রকৃতিস্থ
আপনার মণিপুরে আমি বেসামাল
ইচ্ছার চাবুকে রক্তাক্ত করেছি
আত্মপ্রবঞ্চনার দাসত্ব।
এবং তারপর কেটে গেছে
অনেক সময়-হিসাব রাখিনি
রাখতে চাই না দিনক্ষণ মাস
শুধু...…
Page No 1
আনত নয়নে অর্ঘ্য সাজাও আনমনে রাধা
তোমার আধেক অসম্পূর্ণ আমি
দীর্ঘ বছরের অভ্যস্ততায় এই ছন্দপতন আমি মানবো না।
তুমি আর কী চাও ?
সম্পর্কে অসাধুতা এনেছো
মুক্তির দ্বার ভেঙ্গেছো
এখন বাঁচার অবলম্বনটুকু কেড়ে নিতে চাও।
তুমি একটা না-মানুষ
কী গদ্য লিখে তুমি ভক্তের প্রেম জাগাও হৃদয়হীনা নারী
প্রত্যাশার প্রহরে কার উপর এত অভিমান তোমার।
অভিমান নেই কোন
সবই যখন বুঝেছো
তারপরে কেন বারে বারে বিপন্ন কর?
তুমি কেন বঞ্চনা কর নিজেকে?
চাওয়া পাওয়ায় কংক্রিটের দেওয়াল তুলেছো।
আমি তোমার কথার জবাব দিতে বাধ্য নই
ফোনটা রেখে দিচ্ছি।
ফোন রাখবে না
খুব খারাপ হয়ে যাবে
আমার কথা এখনও শেষ হয়নি
তুমি স্বৈরাচারী যা তা মানুষ।
তোমার আর কী কোন বিশেষণ আছে আমাকে দেবার
থাকলে তাও বলে ফেলো
ফোন রাখছি।
ফোন রাখবে না
তোমার কবিতা তোমার প্রেম একটা বাহানা, বিলাস
Page No 2
দুঃখবিলাসী তোমার বিলাসে সব লণ্ডভণ্ড হোক
তুমি নির্বিকার, উত্তাপহীন, কামহীন
প্রেমহীন, দয়ামায়াহীন, সৃষ্টিছাড়া।
এসব কথা বহুবার বলেছো
আমি ফোন রাখছি।
না, একদম না, ফোন রাখবে না
আমার কথা এখনও শেষ হয়নি।
প্রায় দুই যুগ ধরে তো বললে
তুমি এখন স্বাভাবিক নেই, কাল কথা হবে।
না, আমার কথা এখনও শেষ হয়নি
কথা শুনতে হবে।
কখনও যে শেষ হবে না
ভাগ্যিস শেষ হয় না তোমার কথা
না হলে হারিয়ে যেতো কবিতা, সুর, অপেক্ষা, স্বপ্ন
হারাতো বাঁচা এবং মরার মধ্যেবর্তী শূন্যতা।
Page No 3