writerfair

চাওয়া

Want

Lohita Alam

তুমি কি আমার একটুকরো আকাশ হবে? 
উড়ে বেড়ানোর মস্ত আকাশ আমার আছে 
শুধু স্থির হয়ে বসে-আকাশ পানে
চেয়ে থাকবার একটু করো দরকার - হবে কি?

তুমি কি আমার আঁধার রাতের সঙ্গী হবে? 
চাঁদনী রাতে জোসনা দেখে সবাই যখন ক্লান্ত, 
তখন আমরা অন্ধকারে বেরিয়ে পরব
তুমি আমার আঁধার জয়ে সাক্ষী হবে ।

তুমি আমার ভাঙ্গা নৌকার মিস্ত্রি হবে?
মস্ত বড় নদীর মাঝে পাল যদি ছিঁড়ে যায় ,
নৌকা যদি বিকল হয়ে পড়ে,
তুমি হবে নৌকার মিস্ত্রি ।
ঠেলে ঠুলে হয়, ঢেউয়ের ছন্দে ছন্দে সাগর দিব পাড়ি ।
হবে কি আমার ভাঙ্গা নৌকার মিস্ত্রি ?

তুমি আমার মিষ্টি হাসির কারণ হবে !
যদি কখনো অনেক আঘাতে ভেঙ্গে পরি 
বেসুরো গলায় গান ধরে আমার কষ্টের প্রলেপ দিয়ে।

তুমি কি আমার শিলাবৃষ্টি হবে!
বৃষ্টিতে ভেজার নয়, সে তো আমি এমনি এমনিই ভিজতে পারি। 
হঠাৎ করে যখন শিলা বৃষ্টি নামবে 
আমার  হাটার সঙ্গী হবে ?

সারাদিনের ক্লান্ত শেষে 
তুমি কি আমার হেলান দেয়ার দেয়াল হবে?

সারাক্ষন কি যে এলোমেলো বকবক করি 
তুমি কি আমার কথা শোনার যন্ত্র হবে?
খোলা রাস্তায় নয়, তুমি কি ব্যস্ত শহরে  আমার সাথে
হাটতে বেরোবে?

Page No 1